BJP, Bankura, আর জি ক‍র কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাঁকুড়ায় মহিলা মোর্চার থানা ঘেরাও ও অবস্থান

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ আগস্ট: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার উপর পাশবিক অত্যাচার ও খুনের ঘটনায় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আজ বাঁকুড়া সদর থানার সামনে বিক্ষোভ অবস্থান করেন বিজেপির মহিলা মোর্চা। আজ বিকেলে মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। মিছিল বাঁকুড়া থানায় এসে উপস্থিত হয়।

জেলা মহিলা মোর্চার সভানেত্রী ববিতা ব্যনার্জি বলেন, আর জি করের ঘটনা কলঙ্কজনক। এই ঘটনায় সারা রাজ্যের মানুষ দলমত নির্বিশেষে প্রতিবাদ করছেন, তা দেখে মুখ্যমন্ত্রীও প্রতিবাদে নামলেন এবং নেমে কান্ডজ্ঞানহীন মন্তব্য করলেন নির্যাতিতার শাস্তি চাই।একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি যে কাজ করছেন তা আমাদের কাছে লজ্জার।

সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, একজন কান্ডজ্ঞানহীন মহিলা। একজন মহিলা চিকিৎসক জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মুখে একদল নরপিশাচের কবলে পড়ে মৃত্যু বরণকরলো। এই জঘন্যতম হত্যাকাণ্ডের দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এদিনের অবস্হানে বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *