আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি :
স্কুলের সামনেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনার জেরে বিক্ষোভ রাস্তা অবরোধ। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আজ বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ক্ষেত্রমোহন হাইস্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
রসুলপুর থেকে কাঁথি শহরে ঢোকার সময় স্কুলের গেটের সামনে ওই ছাত্রকে ধাক্কা মারে ট্রেকারটি। আহত ছাত্রকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম চন্দন মিশ্র। বয়স ১৬ বছর। চন্দন এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলের ছাত্রীরা এসে স্কুলের গেটে জমা হয়। দুর্ঘটনার প্রতিবাদে কাঁথি-রসুলপুর রাস্তায় স্কুলের সামনে অবরোধ করেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। কাঁথি থানার পুলিশ অভিযুক্ত ট্রেকার চালককে গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।