আমাদের ভারত, বনগাঁ, ৩ মার্চ: সকাল সন্ধ্যা চুটিয়ে প্রাইভেট টিউশন। আর স্কুলে গিয়ে বিশ্রাম নেওয়ার অভিযোগ উঠল গাইঘাটার ব্লকের এক বড় অংশের সরকারি শিক্ষকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকের ইছাপুর ২ পঞ্চায়েতের প্রধান রীতা হালদারের কাছে স্মারকলিপি জমা দেন গৃ্হশিক্ষকরা। এছাড়া বিষয় টি নজরে রাখার জন্য ঠাকুরনগর হাই স্কুলের প্রধান শিক্ষককেও একটি স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী ১০ জানুয়ারির পর থেকে কোন ওসরকারি শিক্ষক শিক্ষিকা টিউশন পড়াতে পারবে না। অথচ গাইঘাটা ব্লকের সমস্ত স্কুলের শিক্ষকদের এক অংশ সকাল সন্ধ্যা চুটিয়ে টিউশন পড়াচ্ছেন।
পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সম্পাদক অচিন্ত মল্লিক, সভাপতি, গৌতম মজুমদারের অভিযোগ, শুধু রাজ্যে নয়, গোটা ভারতবর্ষে বেকারত্ব বেড়ে চলেছে। কোনও দফতরে চাকরি নেই। প্রাইভেট টিউশন করেই তাঁদের রোজগার। সরকারি শিক্ষকরা মাসের শেষে মোটা মাইনে পান, তার পরেও বাড়িতেও সকাল সন্ধ্যা টিউশন করছেন। তাঁদের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও শুধু উত্তর ২৪ পরগণা নয় গোটা রাজ্যে সরকারি শিক্ষকদের অনেকেই চুটিয়ে টিউশন করছেন। এতে তাঁদের মতো গৃহশিক্ষকদের রোজগারে টান পড়ছে।
প্রসঙ্গত সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের কোনও শিক্ষক আইনত প্রাইভেট করতে পারবে না। কিন্তু অনেকেই এই নিষেধাজ্ঞার তোয়াক্কা করেন না বলে অভিযোগ। যদিও গাইঘাটা ব্লকের ইছাপুর ২ পঞ্চায়েতের প্রধান সীমা মণ্ডল বলেন, এর আগেও আমরা সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সতর্ক করেছিলাম যাতে টিউশন না করেন। ফের আবারও নোটিশ করব। এরপর অভিযোগ পেলে অবশ্য সেই শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।