রাজেন রায়, কামারহাটি, ১৯ ডিসেম্বর: দলের অন্যতম নেতা বিরোধী পক্ষে যোগ দেওয়ায় দুঃখ প্রকাশ নয়, উল্টে রীতিমতো ভোট জয়ের আনন্দের মতো পালন করলেন মদন মিত্র। শনিবার সন্ধ্যায় তার বিধানসভায় এলাকা কামারহাটিতে ডিজে তাসা পার্টি এবং আলোকসজ্জাসহ রীতিমতো রঙিন মেজাজে দেখা গেল মদন মিত্রকে।
যখন শুভেন্দুকে কেউ বলছেন ‘বিশ্বাসঘাতক’, কেউ বিঁধছেন ‘পদের লোভে দল ছেড়েছেন’ বলে, ঠিক তখনই দীর্ঘদিনের সহযোদ্ধাকে ‘অসুর’ বলে অভিহিত করে মদন বোঝানোর চেষ্টা করলেন তৃণমূলে এতে কোনও ক্ষতি তো হলই না বরং লাভ হল। কারণ এই ধরনের ভাইরাস দলে থাকলে তা উল্টে দলের ক্ষতি করত। ‘শুভেন্দু-ভাইরাস’ তৃণমূলের শরীর থেকে বেরিয়ে যেতেই আত্মহারা মদন ভোজপুরি গানের সঙ্গে কোমর দোলাতে দোলাতে, হাততালি দিতে দিতে নিজের জামাই খুলে ফেললেন। ডিজে, নীলাভ আলো আর ভোজপুরি গানের সঙ্গে তখন গগণভেদী একটাই স্লোগান ‘মমতাই ক্ষমতা’।
শুধু তাই নয় তিনি আরও স্লোগান তুললেন, “বিজেপি থাকবে কতক্ষণ, বিজেপি যাবে বিসর্জন।” আর এরপরেই লর্ডসে সৌরভ গাঙ্গুলি ওরফে দাদার ভঙ্গিতে জামা খুলে উড়িয়ে দিলেন মদন মিত্র। তবে দাদার মত একবারে খালি গায়ে ছিলেন না তিনি। কিন্তু তার এই সেলিব্রেশনে ফের মনোবল চাঙ্গা হল তৃণমূল কর্মীদের।