Bangladeshi, Banggaon, আত্মীয় পরিচয় দিয়ে দালালের বাড়িতে তিনমাস ধরে বসবাস, বনগাঁয় দালাল সহ ধৃত বাংলাদেশি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ জানুয়ারি: ভিন রাজ্যে কাজে যাওয়ার আশায় মাস তিনেক আগে চোরাপথে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন এক অনুপ্রবেশকারী। ধরপাকড়ের ভয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর ফুলতলা কলোনি এলাকার এক দালালের বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দালাল সহ ওই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। ধৃত ওই বাংলাদেশির নাম সজল কুমার, দালাল অশোক চক্রবর্তী। অনুপ্রবেশকারীর বাড়ি বাংলাদেশের কাঁকড়াআছারি জেলায়।

পুলিশ সূত্রে খবর, মাস তিনেক আগে তিনি চোরাপথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে বনগাঁয় আসেন। অশোক চক্রবর্তী নামে এক দালালের বাড়িতে আত্মীয় পরিচয়ে গা ঢাকা দিয়ে থাকছিলেন তিনি। পুলিশের কাছে সেই খবর গিয়ে পৌঁছোয়। সোমবার রাতে জয়পুর ফুলতলা কলোনি এলাকায় হানা দেন তদন্তকারীরা। ওই ব্যক্তিকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাঁর কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এদেশে থাকার কোনও বৈধ কাগজপত্রই তিনি দেখাতে পারেননি। শেষপর্যন্ত পুলিশের জেরায় তিনি সব কথা স্বীকার করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি জাল কাগজপত্র বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিকল্পনায় ছিলেন। কিন্তু কী কারণে এদেশে এসে গা ঢাকা দেওয়া? সেই বিষয়টি পুলিশের কাছে পরিষ্কার হয়নি। অশোক চক্রবর্তী নামে ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অশোক সীমান্ত পারাপারে দালালের কাজে যুক্ত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃতদের মঙ্গলবার সকালে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *