Legal Awareness, Chandrakona, চন্দ্রকোনার দোগেড়িয়া জুনিয়র হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের তরফ থেকে আজ গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দোগেড়িয়া জুনিয়র হাইস্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন বাল্যবিবাহ রোধ, সাইবার ক্রাইম, নারী ও শিশু পাচার বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র, গাজী মোহাম্মদ ফাকরুদ্দিন, বিদ্যালয়ের শিক্ষিকা অমৃতা দত্ত, শিক্ষক বলরাম সাহা, পলাশ দত্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *