সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ জানুয়ারি: শূন্যপদে নিয়োগ সহ কয়েকদফা দাবিতে আজ বাঁকুড়া পৌরসভার গেটের সামনে এআইটিইউসি ও সিআইটিইউ-এর নেতৃত্বাধীন বাঁকুড়া পৌরসভার শ্রমিক কর্মচারীরা বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত অবস্থান করেন। শূন্যপদ পূরণ, কর্মরত অবস্থায় মৃত কর্মচারীদের পরিবারের একজন সদস্যের চাকরি, অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের সরকারি নির্দেশ মেনে ন্যুনতম মজুরি প্রদান, সকল শ্রমিকদের ইপিএএফ, ইএসআই সহ অন্যান্য সুবিধা প্রদান, বকেয়া ৩৯ শতাংশ ডিএ প্রভৃতির দাবিতে তাদের এই কর্মসূচি বলে জানান এআইটিইউসির শ্রমিক সংগঠনের সম্পাদক ভাস্কর সিংহ। অবস্থান বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এআইটিইউসি’র অন্যতম উপদেষ্টা সন্তোষ ভট্টাচার্য, সিটুর পৌর শ্রমিক সংগঠনের নেতা অশোক ব্যানার্জি, সিপিআই (এম এল)- এর জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি, মহিলা নেত্রী সর্বাণী সিং প্রমুখ।
সন্তোষ ভট্টাচার্য বলেন, রাজ্যের পৌর শ্রমিক কর্মচারীদের রাজ্য সংগঠন “ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ওয়ার্কমেন্স ফেডারেশন” ও অন্যান্য আরো ৫ টি ফেডারেশনের যৌথ মঞ্চের ডাকে বিভিন্ন দাবিতে জানুয়ারি মাসের বিভিন্ন দিনে স্থানীয়ভাবে পৌরসভাগুলিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।আজ বাঁকুড়া পৌরসভায় সেই কর্মসূচি পালিত হোল। সংগঠনগুলির পক্ষ থেকে দাবি সম্বলিত স্মারকলিপি পৌরপ্রধানকে দেওয়া হয়। সংগঠনের তরফে বলা হয়েছে যে তাদের দীর্ঘদিনের এই দাবিগুলো অবিলম্বে না মানা হলে তারা ধর্মঘট সহ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। বিষ্ণুপুর পৌরসভার শ্রমিক কর্মচারীর সংগঠনের প্রতিনিধিরাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।