আমাদের ভারত, ২১ জানুয়ারি: “নকশালবাদের ওপর আরেকটি প্রবল আঘাত। নকশাল মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আমাদের নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেয়েছে।” মঙ্গলবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “সিআরপিএফ, এসওজি ওড়িশা এবং ছত্তিশগড় পুলিশ ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে যৌথ অভিযানে ১৪ জন নকশালকে নিষ্ক্রিয় করেছে। নকশালমুক্ত ভারতের জন্য আমাদের সংকল্প এবং আমাদের নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টায় নকশালবাদ আজ শেষ নিঃশ্বাস নিচ্ছে।”
প্রসঙ্গত, ওড়িশা-ছত্তিসগড় সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে নিহত হলেন ১৪ মাওবাদী। তাঁদের মধ্যে এক জনের মাথার দাম ছিল ১ কোটি টাকা। পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে নিহত হয়েছেন জয়রাম ওরফে চালাপাতি। তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।