পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ এপ্রিল: প্রবল দাবদাহে যখন পুড়ছে দক্ষিণবঙ্গ, তখনও শিক্ষা সংক্রান্ত কার্যকলাপের কোনো বিরাম নেই মেদিনীপুর কলেজে। সূর্যের তীব্র ভ্রুকুটিকে অগ্রাহ্য করে নিয়মিত চলছে ক্লাস। চলছে পড়াশোনাকে কেন্দ্র করে সমস্ত কাজ। এই সপ্তাহে মেদিনীপুর কলেজে আয়োজিত হলো দুটি বিশেষ বক্তৃতা।
নতুন শিক্ষানীতিতে গুরুত্ব পাচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বিষয়ক ভাবনা। তাই, সময়ের দাবি মেনে গত ২৪ বুধবার অর্থনীতি বিভাগ ও আইকিউএসির যৌথ উদ্যোগে কলেজের সেমিনার হলে আয়োজিত হয় এই বক্তৃতা। বক্তব্য রাখেন খড়্গপুর আইআইটির মেটালার্জিক অ্যান্ড মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ তাপস কুমার বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে ডঃ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ের নানা আঙ্গিকের ওপর আলোকপাত করেন। তুলে ধরেন কীভাবে স্থানীয় উৎপাদনকে পেটেন্টের আওতায় এনে অর্থনীতির উন্নতি করা যায়। কলেজের দর্শন বিভাগের উদ্যোগে আজ, শনিবার ২৭ এপ্রিল সেমিনার হলে আয়োজিত হয় সপ্তাহের দ্বিতীয় বিশেষ বক্তৃতা। আজকের বক্তা ছিলেন বিশ্বভারতীর দর্শন ও তুলনামূলক ধর্ম বিভাগের অধ্যাপক ডঃ সিরাজুল ইসলাম। বক্তব্যের শীর্ষক ছিল “অনুভূতি এবং প্রমাণ: ভারতীয় এবং পশ্চিমী দৃষ্টিভঙ্গী”। নিজের বক্তব্যে ডঃ ইসলাম ভারতীয় এবং পাশ্চাত্য দর্শনে সেন্স এবং রেফারেন্স এই দুটি বিষয়ের পারস্পরিক সম্পর্ক এবং অর্থ নির্মাণ ভাবনায় এই দুই দর্শনের সামঞ্জস্য ও অসামঞ্জস্য বিষয়ে আলোচনা করেন। দুটি বক্তৃতা সভাতেই সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এমন দুই বক্তৃতার আয়োজনে সন্তোষ ব্যক্ত করে সত্যরঞ্জন ঘোষ বলেন, যে মেদিনীপুর কলেজ তার নিজস্ব ঐতিহ্য মেনে সারা বছর বিভিন্ন অ্যাকাডেমিক কাজে ব্যস্ত থাকে। দুটি বক্তৃতাতেই ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।