পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ এপ্রিল: বাংলার পুলিশের উচিত এক চুল্লি জলে মুখ ডুবিয়ে মরার। সন্দেশখালিতে এনএসজির অস্ত্র উদ্ধার ও পুলিশের ব্যর্থতা প্রসঙ্গে বলতে গিয়ে মেদিনীপুরে দাঁড়িয়ে বাংলার পুলিশকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
সকালে যুব আড্ডায় যোগ ও পরে বাজার ঘুরে ভোটের বাজার বোঝার চেষ্টা করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। শনিবার সকালে মেদনীপুর শহরের গেট বাজার সংলগ্ন এলাকায় যুব আড্ডায় যোগ দিয়েছিলেন তিনি। যুব আড্ডা শেষে গেট-বাজারে ঢুকে বাজারদর জানার চেষ্টা করেন প্রার্থী। আর তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালিতে এনএসজির অস্ত্র উদ্ধার ও কুনাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশকে এক হাত নেন। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকের প্রসঙ্গে বলতে গিয়ে বাংলার নারীদের সম্মান আজকে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি।