অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম ২৯
জুন: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি ধাতব বস্তু। উদ্ধার হওয়া বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া বস্তুটি ব্রিটিশ আমলের বোমা। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ১ ব্লকের আশুই চার নম্বর অঞ্চলের সুবর্ণরেখা নদী তীরবর্তী ভুলনপুর গ্রামে।
জানা গিয়েছে, এদিন দুপুরে ভুলনপুর গ্ৰামের চাষিরা সুবর্ণরেখা নদী তীরবর্তী জমিতে মাটি কর্ষণ করার সময় হঠাৎ একটি লোহার ভারি জিনিস দেখতে পান। বস্তুটি দেখা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন চাষিরা। পরে উৎসাহিত হয়ে কিছু মানুষ পুরো ধাতব বস্তুটি খুঁড়ে বের করে দেখেন এটা একটা ভারি লোহার সিলিন্ডার। যাকে ঘিরে এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোনো বিস্ফোরক জাতীয় সরঞ্জাম।
স্থানীয়দের দাবি, এর আগে প্রায় বছর ২০ আগে এই ধরনের বোমা এলাকা থেকে উদ্ধার হয়েছে। ফলে আবার এই ধরনের বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তবে রহস্য উন্মোচনের জন্য ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে।