স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ জুন:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণগঞ্জ থানার। বিশ্ব পরিবেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে এগিয়ে এল কৃষ্ণগঞ্জ থানা। তাঁরা পরিবেশ রক্ষার্থে বিভিন্ন এলাকায় আজ গাছ লাগালেন এবং দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন। শহরের বিভিন্ন জায়গায় প্রায় ৬০০ গাছ তাঁরা লাগান।
আজ বিশ্বপরিবেশ দিবস। এই উপলক্ষ্যে কৃষ্ণগঞ্জ থানা সিদ্ধান্ত নিয়েছিল কৃষ্ণগঞ্জ এলাকাতে তাঁরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন। সেই অনুযায়ী সকাল থেকে কৃষ্ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে তাঁরা গাছ লাগান।
কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি রাজ শেখর পাল জানান, কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে এবং কৃষ্ণগঞ্জ থানার সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবসে আমরা শহরের ৫০টা ওয়ার্ডে ৬০০ গাছ লাগিয়েছি। প্রতিটা ওয়ার্ডের স্থানীয় ক্লাবকে দায়িত্ব দেওয়া হয়েছে গাছগুলো দেখাশোনার। মেহগনি, লম্বু গাছকে আমরা প্রাধান্য দিয়েছি। তার কারণ এগুলো খুব দামী, ডালপালা কম এবং খুব তাড়াতাড়ি বড় হয় এইসব গাছ। আমফান ঝরে আমাদের পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এই গাছগুলো লাগাবার পর প্রকৃতির ভারসাম্য তার ফলে কিছুটা হলেও পূরণ হবে।
এদিন এই বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার কৌশিক বসাক, অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কালিকা, কৃষ্ণগঞ্জের সি আই নীহাররঞ্জন রায়, কৃষ্ণগঞ্জ থানার ওসি রাজ শেখর পাল সহ কৃষ্ণগঞ্জ থানার আধিকারিক বৃন্দ।