মুখ্যমন্ত্রীর আগমনে সেজেছে খড়গপুর 

আমাদের ভারত, খড়্গপুর, ৮ ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর সফরে সেজে উঠেছে রেল নগরী খড়্গপুর। মিশ্র ভাষাভাষীদের খড়্গপুর শহর মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। মোড়ে মোড়ে সাজানো হয়েছে তোরণ, মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া প্ল্যাকার্ড, হোর্ডিং। কলকাতা মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কের চৌরুঙ্গীর দক্ষিণ দিকে ঢুকলেই খড়্গপুর। ইন্দা, কমলা কেবিন, গোলবাজার, বাসস্ট্যান্ড, মালঞ্চ, গিরিময়দান পেরিয়ে রাবণ পোড়া ময়দান। পুরো মাঠ জুড়েই ছাউনি দেওয়া হয়েছে। সভাস্থলের কাছেই বানানো হয়েছে হেলিপ্যাড। সোমবার বেলা সাড়ে ১২ টা নাগাদ আকশপথে এখানেই নামবেন মুখ্যমন্ত্রী। মঞ্চের চারপাশে রয়েছে কন্যাশ্রী থেকে সবুজসাথী, সমব্যাথী, খাদ্যসাথী প্রকল্পের হোর্ডিং।  

টানা ৫ দশক খড়্গপুর বিধানসভা আসনটি দখলে রেখেছিল কংগ্রেস। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। যদিও এর আগে খড়্গপুর পুরসভার পুরবোর্ড দখল করেছিল তৃণমূল। বিজেপি বিধানসভা জয়ের পর লোকসভা ভোটেও তৃণমূল প্রার্থীর থেকে ৪৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়। এর ৬ মাসের পর উপনির্বাচনে সেই আসনেই ২০ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়ে দেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তিনি খড়্গপুরের পুরপ্রধানও। উপ-নির্বাচনে মর্যাদার লড়াইয়ে এই আসনে জয় আসায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এখানকার ভোটারদের ধন্যবাদ জানাতে  আসবেন।


 
সোমবার দুপুর একটা নাগাদ খড়্গপুর শহরের রাবণপোড়া ময়দানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকছেন খড়্গপুর বিধানসভা জেতানোর কারিগর রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এদিনের প্রশাসনিক সভা মঞ্চ থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করবেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *