সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি পোস্ট, কৃষ্ণনগর সাইবার ক্রাইমের দ্বারস্থ শান্তিপুরের মহিলা

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ ডিসেম্বর:
সদ্য গঠিত জেলার একমাত্র কৃষ্ণনগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের প্রতি সাধারণের বিশ্বাস বাড়ছে ক্রমাগত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিযোগকারীদের দাবি অভিযোগের বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন জেলার এই সাইবার ক্রাইম সেল। ফলে স্বল্প দিনের মধ্যেই শাস্তি পাচ্ছে দোষী।

শনিবার একটি ঘটনার অভিযোগ জমা পড়ে জেলার এই সাইবার সেলে। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় দালাল পাড়ার এক মহিলার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় প্রায় এক বছর আগে। অথচ বেশ কিছুদিন যাবৎ, তার পরিচিত বন্ধুদের কাছ থেকে জানতে পারে তার প্রোফাইল থেকে আপত্তিজনক মন্তব্য ছবি পোস্ট করা হচ্ছে নিয়মিত। স্বভাবতই ওই মহিলার ছবি দেখে এলাকার সকলের কাছে কালিমালিপ্ত হয় তার ভাবমূর্তি। অভিযোগকারীর দেওয়া তথ্য অনুযায়ী জানা যায় শান্তিপুর কলোনির এক ব্যক্তির সঙ্গে অতীতে যোগাযোগ ছিল ওই মহিলার। তবে এটাও ঠিক, তার ছবি অভিযুক্ত আদৌ তার নিজের মোবাইল থেকে পোস্ট করেছে কিনা এটাও বিচার্য বিষয়। যেভাবেই হোক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অভিযোগকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *