নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ জানুয়ারি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দেশদ্রোহীর তকমা দিলেন কৌশিক সেন। তিনি বলেন, সংঘ পরিবারের স্বাধীনতার সময় ভূমিকা কি ছিল তা ইতিহাস ঘাটলে পাওয়া যায়। তার জন্য মার্কস পড়তে হবে না। ইতিহাস পড়লেই জানা যায় বিজেপি ও সংঘ পরিবার কতটা ভারত বিরোধী ছিল।
স্বাধীনতা আন্দোলনে বিশ্বহিন্দু পরিষদের কোনও ভূমিকা ছিল না বলে মঙ্গলবার কলেজ স্কয়ারে জানান বিশিষ্ট অভিনেতা তথা নাট্যকার কৌশিক সেন। তাই এইসময় যদি কেউ দেশবিরোধী থাকে তবে তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেশদ্রোহির তকমা দিলেন কৌশেক সেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও এদিন দেশবিরোধীর তকমা দিলেন কৌশিক সেন।