আমাদের ভারত, বনগাঁ, ৭ জানুয়ারি: নাতনিকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উত্তর ২৪ পরগণার বাগদা থানার পূস্তঘাটা গ্রামে। অভিযুক্ত দাদুর নাম অনিল ব্যাপারী। কিশোরীর পরিবারের অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার সকালে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে অভিযুক্ত অনিল ব্যাপারী নামে ওই ব্যাক্তি প্রথমে ভুলিয়ে ভালিয়ে কিশোরীকে নিজের বাড়ি নিয়ে যায়। বাড়ি কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের মধ্যে ধর্ষণ করার চেষ্টা করে। পড়ে ওই কিশোরী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অনিল তার মুখ চেপে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ।
ঘটনায় কিশোরী অসুস্থ হয়ে বাড়ি ফিরে তার পরিবারকে সব বলে। ঘটনার কথা জানাজানি হতেই প্রতিবেশীরা চড়াও হয় অনিল ব্যাপারীর বাড়ি। লোকজন দেখে অনিল বাড়ি ছাড়ে পালিয়ে যায়। পরে ওই কিশোরীর পরিবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, এদিন তাকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।