টিকা নেওয়ায় বিতর্কে করণদিঘির তৃণমূল বিধায়ক মনোদেব সিংহ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৭ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার করণদিঘির তৃণমূল বিধায়ক মনোদেব সিংহ করোনা ভ্যাকসিনের টিকা নেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। বিধায়কের দাবি তিনি করনদিঘি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবার সুবাদে টিকার তালিকায় তাঁর নাম ছিল। সেই তালিকায় নাম থাকার কারনে তিনি করোনা টীকা নিয়েছেন। বিধায়কের এই টিকা নেওয়াতে কোনও অন্যায় দেখছেন না জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রথম পর্যায়ের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সিং ষ্টাফ এবং স্বাস্থ্যের সঙ্গে যুক্ত কর্মীরা এই টীকা পাবেন। শনিবার অন্যদের মধ্যে টিকা নিয়েছেন করনদিঘির তৃনমূল কংগ্রেস বিধায়ক মনোদেব সিংহ। বিজেপি তাঁর টীকা নেওয়ার তীব্র বিরোধিতা করেছে।

বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর অভিযোগ, করণদিঘির বিধায়ক মনোদেব সিংহ সাধারন মানুষের কথা না ভেবে নিজের কথা ভেবেই লুকিয়ে টিকা নিয়েছেন।

বিধায়ক অবশ্য টিকা নেওয়া অন্যায় কিছু দেখছেন না। তিনি রোগী কল্যান সমিতির চেয়ারম্যান হবার সুবাদেই তার নাম তালিকায় রাখা হয়েছে। তাই তিনি টীকা নিয়েছেন। বিধায়কের মতো একই মতামত প্রকাশ করেছেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারক।
উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক চন্দ্র মন্ডল টেলিফোনে জানিয়েছেন, বিধায়ক করণদিঘি স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবার সুবাদেই তিনি করোনা টিকা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *