তালিকার বাইরে গিয়ে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অন্যায় করেছেন: ফিরহাদ

আমাদের ভারত, হাওড়া, ১৭ জানুয়ারি: রাজ্যে
আইসিএমআর-এর গাইডলাইন অনুযায়ী হেলথ ওয়ার্কার, সাফাই কর্মী এবং পুলিশ কর্মীদের প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে। এর পরে দেওয়া হবে বয়স্কদের। তবে শনিবার তালিকার বাইরে গিয়ে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অন্যায় করেছেন। আমরা এটাকে সমর্থন করি না। রবিবার বাগনানের নবাসনে বাগনান কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে যোগ দিতে এসে এই কথা বলেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেন, ভ্যাকসিন পাওয়াটা প্রতিটি ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার। বাংলার প্রতিটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য। ফিরহাদ হাকিম অভিযোগ করেন, ভ্যাকসিন কেনা হয়েছে জনগণের টাকায় কিন্তু বিজেপি এমন ভাব দেখাচ্ছে যেন ভ্যাকসিন ওদের ব্যক্তিগত টাকায় কেনা হয়েছে। তিনি বলেন, বাংলার প্রতিটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে তাদের যদি চোর অপবাদ শুনতে হয় তাতেও রাজি। এদিন ফিরহাদ হাকিম বলেন, রাজ্যের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাবেন আর তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে তাড়াতাড়ি ভ্যাকসিন চেয়েছেন। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেন, জয় শ্রীরামের আড়ালে বিজেপি দেশটাকে পুঁজিবাদীদের হাতে তুলে দিতে চাইছেন। তিনি বলেন, আম্বানি ইলেকশন ফান্ডে প্রচুর টাকা দিয়েছেন আর সেই জন্য আম্বানির কথায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন।

এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায় বলেন, বিধানসভা নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলায় ৮টি আসনে তৃণমূল জয়লাভ করবে এবং বিজেপিকে বলে বলে হারাবে।

অন্যদিকে, এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, চারিদিকে রটানো হচ্ছে হাওড়া জেলা থেকে অনেক তৃণমূল নেতা বিজেপিতে যাবেন। আমরা বলছি হ্যাঁ আমরা যাব, তবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য নয় আমরা যাব নির্বাচনে বিজেপি পরাজয়ের পর তাদের শ্রাদ্ধানুষ্ঠানে খেতে।

এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের আর একজন কো-অর্ডিনেটর তথা বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন, বিধানসভা নির্বাচনে তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *