আমাদের ভারত,১৯ মার্চ:আগামীকাল অর্থাৎ ২০ মার্চ বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কমলনাথ সরকারকে। অর্থাৎ আগামীকালই হবে ফ্লোর টেস্ট। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা নিয়ে করা মামলার শুনানিতে এমনিই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশ ঐদিন হাত তুলে ফ্লোর টেস্টে ভোট দিতে হবে বিধায়কদের এবং এই ভোট প্রক্রিয়ায় ভিডিও রেকর্ডিং করতে হবে।
আদালত আরও বলেছে ১৬ জন বিধায়ক যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষায় আসতে চান তাহলে কর্নাটকের ডিজেপি এবং মধ্যপ্রদেশের ডিজেপি তাদের নিরাপত্তা প্রদান করবে। মধ্যপ্রদেশ মামলায় সুপ্রিম কোর্টের আজকের শুনানি শেষ হয় বিকেল চারট নাগাদ।