আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ মার্চ: করোনা সতর্কতায় প্রচারে নেমেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করোনা সতর্কতায় মাইক প্রচার করা হয়েছে। মেদিনীপুর শহরে সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয়েছে প্রচারপত্র। করোনা ভাইরাস প্রতিরোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিৎ তা জানানো হয়েছে।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির পক্ষ থেকে মেদিনীপুর কেন্দ্রীয় বাস টারমিনাসের সামনে দলীয় কার্যালয়ে শিবির করে স্কুল, কলেজ পড়ুয়া থেকে সাধারণ পথচলতি মানুষদের করোনা প্রতিরোধের জন্য কয়েকশো মাস্ক বিতরণ করা হয়। মেদিনীপুর কোতওয়ালী থানার আধিকারিক চঞ্চল সিংয়ের নেতৃত্বে বুধবার সকাল থেকে অধিক রাত পর্যন্ত মাস্কের কালোবাজারি রুখতে বিভিন্ন মেডিক্যাল স্টোর ও দোকানে অভিযান চালানো হয়।