পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: মেদিনীপুরে দলীয় বৈঠকে এসে এবার মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ঘটনা ধামাচাপা দিতে জুনিয়র ডাক্তারদের বলি দেওয়া হয়েছে।
এদিন বিজেপি নেতা সাংবাদিকদের বলেন, “পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হওয়ার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে গেলেই মুখ্যমন্ত্রী সঠিক তদন্ত না করে কয়েকজনকে সাসপেন্ড করে। তাদের বলি দিয়ে ঘটনা ধামাচাপা দিয়ে দেন। কারণ মুখ্যমন্ত্রী এই সমস্যার গভীরে যাওয়ার চেষ্টাও করেন না, এবং এই সমস্যা নিয়ে তাঁর কোনো বক্তব্যও থাকে না। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সরকারি সব বিভাগগুলোয় এখন দগদগে ঘা হয়ে গিয়েছে। যদিও এই সব কিছুরই দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্যোজাতের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, বিষাক্ত ওষুধ ও স্যালাইনের জন্যই এই ধরনের ঘটনা ঘটছে যা তিনি ধামাচাপা দিতে জুনিয়র ডাক্তারদের বলি দিয়েছেন।