আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ সেপ্টেম্বর: রোগী মৃত্যুকে কেন্দ্র করে কামারটি সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা। চিকিৎসকদের সঙ্গে ধাক্কাধাক্কি, মারধর রোগীর-র পরিজনদের। ঘটনায় আহত কয়েকজন জুনিয়র ডাক্তার, এক পুলিশ কর্মী, ২ স্বাস্থ্য কর্মী। রোগীর পরিজনদের দাবি, এদিন তারা তাদের রোগীকে নিয়ে হাসপাতালে আসেন, কিন্তু কোনও রকম চিকিৎসা হয়নি। এর ফলে মৃত্যু হয় তাদের রোগীর। হামলার প্রতিবাদে গতকাল রাত থেকেই ফের কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা।
জানাগেছে, বছর ৩৬ এর রঞ্জনা সাউকে এদিন শ্বাসকষ্টে সমস্যার জন্য কামারটি সাগর দত্ত হাসপাতালে আনা হয়। অভিযোগ এরপর থেকে রকম চিকিৎসা হয়নি। রোগীর অবস্থা যখন আশঙ্কাজনক হয়ে ওঠে সেই সময় এক স্বাস্থ্যকর্মী অক্সিজেন দেওয়ার চেষ্টা করে কিন্তু তা সফল হয়নি।আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের অভিযোগ, রোগী মৃত্যুর পরেই রোগীর পরিজনেরা চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে, চিকিৎসকদের ধাক্কাধাক্কি করা হয়। তারা এগিয়ে গেলে তারাও আহত হন। এমনকি একজন পুলিশ কর্মীও আহত হন।
পুলিশ সূত্রে খবর, উত্তেজনা প্রশমিত করতে গিয়ে তাদের এক কর্মী হাতে আঘাত পান। ঘটনার পর রাত থেকেই সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জুনিয়র ডাক্তাররা পুনরায় কর্ম বিরতি শুরু করেন। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন আর জি করের জুনিয়র ডাক্তাররা। ঘটনার প্রেক্ষিতে আগামীকাল প্যান জিবির মাধ্যমে রাজ্যের বাকি মেডিকেল কলেজগুলো সিদ্ধান্ত নেবে তারা কি করবে।