আমাদের ভারত, মালদা, ২১ মার্চ: গ্লাভস, মাস্ক না পেয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়ার চিকিৎসকদের পেন ডাউন। আজ মালদা মেডিক্যালের প্রশাসনিক ভবনের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে জুনিয়ার চিকিৎসকদের পেন ডাউন ও বিক্ষোভ কর্মসূচি চলছে। জুনিয়ার ডাক্তাররা জানান, তারা করোনা ভাইরাসের মত মারণ রোগের দিন রাত চিকিৎসা করছে। ইতিমধ্যে বেশ কিছুজন করোনা সন্দেহে ভর্তি রয়েছে। তাদেরকে মাস্ক, গ্লাভস ছাড়া খুব কাছ থেকে চিকিৎসা করতে হচ্ছে। ফলে তাদের অসুবিধার সন্মুখীন হতে হচ্ছে। বার বার হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনও লাভ হয়নি। ফলে বাধ্য হয়ে এদিন বিক্ষোভ করেছে জুনিয়ার চিকিৎসকেরা। তাদের দাবি না মানা হলে এই পেন ডাউন চলতেই থাকবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।