আমাদের ভারত, হাওড়া, ২১ মার্চ: করোনা ভাইরাসের আতঙ্কের পাশাপাশি বাজার বন্ধের গুজবে বাজারে শুরু হয়েছে কালোবাজারি। আর এই কালোবাজারি রুখতে এবার উলুবেড়িয়ার বাজারে হানা দিয়ে এক চাল ও আলু ব্যবসায়ীকে আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় আগামীদিনে বাজার বন্ধ হবে এই গুজবকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্যের একাধিক জেলা। আর এই গুজবের জেরে গত কয়েকদিন ধরে বাজার থেকে আলু, পেঁয়াজ, চাল কেনার ধুম পড়ে গেছে। আর বাজারে আচমকা চাহিদা বেড়ে যাওয়ায় জিনিষপত্রের দামও বাড়তে শুরু করেছে।
রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি উলুবেড়িয়া, বাগনান, আমতা, শ্যামপুরেও একই ছবি। বৃহস্পতিবার থেকে বাজারে চাল, আলু, পেঁয়াজ কেনার জন্য লম্বা লাইন। আর এই সুযোগে একলাফে অনেকটাই দাম বেড়েছে জিনিষপত্রের। অভিযোগ, বৃহস্পতিবার বাজারে আলু ১৬ টাকা কেজি বিক্রি হলেও শুক্রবার বিক্রি হয়েছে ১৮/২০ টাকা আবার শনিবার এই দাম ছুঁয়েছে ২২/২৪ টাকা। ক্রেতাদের অভিযোগ একশ্রেণির অসাধু ব্যবসায়ী ঝোপ বুঝে কোপ মারতে বাজারে নেমে পড়েছে। যদিও খুচরো ব্যাবসায়ীদের মতে পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি।
অন্যদিকে বাজারে কালোবাজারি শুরু হয়েছে এই অভিযোগে শনিবার সকালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশ উলুবেড়িয়ার নিমদিঘি বাজারে হানা দেওয়ার পাশাপাশি বাহিরতফা, রথতলায় একটি গুদামে অভিযান চালায়। পরে গুদামে অধিক পরিমাণে আলু চাল পেঁয়াজ মজুত করার অভিযোগে এক ব্যাবসায়ীকে আটক করে। এনফ্রোসমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, কালোবাজারি রুখতে এইরকম অভিযান চলবে।