Kidney Gang, Ashoknagar, লাফিয়ে বেড়েছে ‘কিডনি গ্যাং’য়ের শীতল-অমিতের সম্পত্তি, অ্যাকাউন্ট তদন্তে পুলিশ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ এপ্রিল: বিগত কয়েক বছর ধরে লাফিয়ে বেরেছে কিডনি পাচারকারীদের সম্পত্তি। উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা ধৃত সুদখোর বিকাশ ঘোষ ওরফে শীতল কয়েক লক্ষ টাকা খরচ করে তৈরি করেছে মার্বেলের দোতলা বাড়ি। বানিয়েছিল লক্ষ লক্ষ টাকার গয়না। স্থাবর অস্থাবর মিলিয়ে কোটি টাকার বেশি সম্পত্তি করেছিল সে। ধৃত গুরুপদ জানা ওরফে অমিত তার বসত বাড়ি পূর্ব মেদিনীপুর এলাকায় কয়েক বছরেই কিনে নিয়েছিল প্রায় ৫০ লক্ষ টাকার জমি। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসায় প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের এই সম্পত্তির সঙ্গে কিডনি পাচারের লিঙ্ক নিশ্চিত হলে অথবা হিসাব দিতে না পারলে সম্পত্তি ক্রোক করার পথেই হাঁটতে চলেছে পুলিশ। প্রাথমিক পর্যায়ে এর প্রক্রিয়াও শুরু করেছে অশোকনগর থানার ওসি। পাশাপাশি যার অভিযোগের ভিত্তিতে কিডনি পাচারের তদন্ত শুরু হয়, তাঁর স্ত্রী যাকে কিডনি দিয়েছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা সেই কিডনি গ্রহীতাকেও ইতিমধ্যে নোটিস পাঠিয়েছে পুলিশ। একইসঙ্গে বেশ কয়েকজন ভিনরাজ্যের কিডনি গ্রহীতার হদিশ পেয়েছে পুলিশ। তাদের সঙ্গে কীভাবে এই চক্রের যোগাযোগ হয়েছিল বা কত টাকার বিনিময়ে তারা কিডনি কিনেছিলেন সেই দিকটিও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আড়ালে থাকা যার মাধ্যমে ভিনরাজ্য-সহ বিদেশি ক্লায়েন্ট জোগাড় হত, তাঁর খোঁজ পেতে খুব শীঘ্রই সেই কিডনি গ্রহীতাদের জেরা করবে বলেই সূত্রের খবর। ধৃতদের ঝড়ের গতিতে সম্পত্তি বাড়ার তদন্ত পাশাপাশি চলবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার ধৃত পাঁচজনকে আদালতে পেশ করা হলে সুদখোর শীতলের ২ দিনের জেল হেফাজত এবং অমিত সহ বাকি চারজনের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *