পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার রাঙ্গামাটি আইটিআই সেন্টারে আয়োজিত হল রোজগার মেলা। উৎকর্ষ বাংলা এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষিত এবং শংসাপত্র প্রাপক মোট ৬৪৯ জন কর্মপ্রার্থী এখানে অংশগ্রহণ করেন।
এই দিন এই মেলায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, উন্নয়ন, অন্যান্য আধিকারিকরা এবং নিয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এদিন এই রোজগার মেলা থেকে নিয়োগকারী সংস্থাগুলির পক্ষ থেকে ৬৪৭ জন অংশগ্রহণকারীর মধ্যে ৫৭৭ জনকে বিভিন্ন চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে জানাগেছে।