পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার ১৩টি নিকাশী খাল চলতি বোরো মরশুমে সংস্কার হবে বলে গত নভেম্বর মাসে জানিয়েছিল জেলা প্রশাসন।
ওই খাল সংস্কারের বিষয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, তমলুকের মহকুমা শাসক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে দেখা করলে ওনারা জানান, সোয়াদিঘি, গঙ্গাখালি খাল দুটি সংস্কারের জন্য ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ট্রেডিং কোম্পানি লিমিটেড (ডব্লিউ বি এম ডি টি সি এল) ইতিমধ্যে ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দিয়েছে। পায়রাটুঙি খাল সংস্কারের জন্য টেন্ডার ডেকেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। কিন্তু কোনো ঠিকাদার এখনো আবেদনপত্র জমা দেননি। ওই টেন্ডারে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আবার তারিখ বাড়ানো হয়েছে।
এই তিনটি খাল বাদ দিলে বাকি ১০টি খাল সংস্কার করতে কয়েক মাস সময় লাগবে। সেজন্য ওই খাল সংশ্লিষ্ট এলাকার কৃষকরা আগামী বোরো চাষের জন্য রূপনারায়ণের জোয়ারের জল ব্যবহার করতে পারবেন।