আমাদের ভারত,জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর:
উত্তরকন্যা অভিযানে গিয়ে উলেন রায়ের মৃত্যু ছররা গুলিতেই হয়েছিল বলে দাবি করলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী।
আজ ওদলাবাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষ্ণ কুমার কল্যাণী বলেন, “উত্তরকন্যা অভিযান নিয়ে বিজেপি যতটা গর্জেছিলো, ততটা বর্ষায়নি।” সেদিন কর্মী সমর্থকদের উপস্থিতি সেদিন নগন্য ছিল। সেই ব্যার্থতা থেকে নজর ঘোরাতেই উলেন রায়ের দুঃখজনক মৃত্যু নিয়ে রাজনীতির নোংরা খেলায় মেতেছে বিজেপি। উলেন রায়ের মৃত্যু নিয়ে রাজবংশী তাস খেলা বা রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করে চলেছে বিজেপি।”
আগামী ১৫ ডিসেম্বর দুপুর বারোটায় জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে মমতা বন্দোপাধ্যায় কর্মিসভা করবেন। তার প্রস্তুতি উপলক্ষে বুধবার বিকেলে ওদলাবাড়িতে তৃণমূলের মাল গ্রামীন ব্লক কমিটির নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন কৃষ্ণবাবু। বৈঠকে বিধায়ক বুলু চিক বড়াইক, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ, মাল গ্রামীণ ব্লক কমিটির সভাপতি তমাল ঘোষ ছাড়াও বিভিন্ন অঞ্চল কমিটির সভাপতি ও সক্রিয় কর্মীরা উপস্থিত ছিলেন। ঘন্টাখানেকের বৈঠক শেষে কৃষ্ণবাবু বলেন, “রাজনৈতিক ভাবে আমাদের যা শক্তি আছে তাতে দলীয় সমর্থকদের দিয়ে যে কোনও মাঠ ভরিয়ে দেবার ক্ষমতা আমাদের আছে, কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ১৫ তারিখ শুধুমাত্র দলের সক্রিয় কর্মীদের সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন, সেই লক্ষ্যে প্রতিটি ব্লকে মিটিং করে আমরা বাছাই করা সক্রিয় কর্মীদের ১৫ই ডিসেম্বরের কর্মীসভায় উপস্থিত করাতে চাইছি”।