আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ ফেব্রুয়ারি: জলপাইগুড়ি জেলার প্রজেক্ট চা বাগানের শ্রমিক মজুরি বৃদ্ধি হল শুক্রবারের বৈঠকের পর। এদিন শহরের চা নিলাম কেন্দ্রে চা বাগানের মালিক পক্ষ, নিলাম কেন্দ্রের প্রতিনিধি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে জানানো হয়েছে, ২০২৪ সাল পর্যন্ত ১৯ টাকা ও ২০২৫ সালে আরও আট টাকা মজুরি বাড়ানো সিদ্ধন্ত গ্রহণ করা হয়েছে।
জলপাইগুড়ি জেলাজুড়ে প্রায় দুই শতাধিক প্রজেক্ট চা বাগান রয়েছে। সব চা বাগানের শ্রমিক সংখ্যা প্রায় কুড়ি হাজার। গত কয়েক বছর থেকে প্রজেক্ট চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে না। এর আগে একাধিক বার বৈঠক হলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি। এদিন ১৩ বারের বৈঠকের পর শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়। বর্তমানে শ্রমিকদের মজুরি ১৯৩ টাকা। ১ এপ্রিল ২০২৩ থেকে মজুরি বৃদ্ধি হল ১০ টাকা। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে আরও ৯ টাকা বৃদ্ধি হবে। এছাড়া ২০২৫ সালের ১ এপ্রিল থেকে আরও ৮ টাকা মজুরি বৃদ্ধি হবে। মজুরি মোট ১৯৩ টাকা থেকে বেড়ে হতে চলছে ২২০ টাকা। যদিও এ দিনের বৈঠকের পর সিপিএমের চা বাগান মজদুর ইউনিয়ন এই সিদ্ধান্তের বিরোধিতা করে।
ইউনিয়নের জেলা সম্পাদক জিয়াউল আলম বলেন, “কম মজুরি দিয়ে এতদিন শ্রমিকদের কাজ করানো হয়েছে। যত পরিমাণ মজুরি বাড়ার কথা সেই পরিমাণ মজুরি বাড়ানো হয়নি। শ্রমিকদের মজুরি নিয়ে বৈষম্য করা হচ্ছে। শ্রমিকদের প্রতি অন্যায় করা হচ্ছে।” আইএনটিটিইউসি’র জেলা সভাপতি তপন দে বলেন, “শ্রমিকদের মজুরি বৃদ্ধি হল। এখন থেকে শ্রমিকরা বেশি বেশি টাকা মজুরি পাবে।” আইটিপিএ অ্যাডভাইজার অমিতাংশু চক্রবর্তী বলেন, “প্রজেক্ট চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়। কয়েক দফায় নির্দিষ্ট সময়ের মধ্যে মজুরি প্রদান করবে মালিক পক্ষ সিদ্ধান্ত হয়েছে।”