Hasan Mahmud কলকাতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সম্বর্ধনা

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: তিন দিনের ভারত সফর শেষে শনিবার বেশি রাতে দেশে ফিরে গেলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাছান মাহমুদ। তাঁর প্রাক্কালে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে তাঁকে সম্বর্ধনা জানানো হয়।

বিদেশ মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তাঁর ভারতে আসা। বুধবার তিনি দিল্লি আসেন। উড়ানের দেরিতে শনিবার উপদূতাবাসে আসতে দেরি হয়। বিমানবন্দরেই তাঁকে স্বাগত জানান ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস-সহ কলকাতার দূতাবাসের কিছু শীর্ষ আধিকারিক।

ঝটিকা সফরে প্রবল ক্লান্ত হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশের মন্ত্রী হিসাবে বিভিন্ন কাজে নানা সময়ে দিল্লি এসেছি। হয়ত ভারতের সংশ্লিষ্ট মন্ত্রী ও আধিকারিকের সঙ্গে কথা বলেই কাজ হয়েছে। কিন্তু এবার ভারতের গুরুত্বপূর্ণ অন্তত ৮/১০ জনের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করতে হয়েছে। বুঝতে পারছি চাপ এবং দায়িত্ব যেন বহুগুণ বেড়ে গিয়েছে!” প্রসঙ্গত, শনিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর, ভারতের রাজ্যসভার ‘লিডার অফ দ্য হাউস’ এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী।

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে তাঁকে অভিনন্দন জানাতে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন দুই শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার ও ডঃ সুরঞ্জন দাস, দুই শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায় ও অঞ্জন দত্ত, বুক সেলার্স অ্যান্ড পালিশার্স গিল্ডের সভাপতি তথা প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায়, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক যথাক্রমে ডঃ স্নেহাশিস সুর ও কিংশুক প্রামাণিক, বণিকসভার নয়নতারা পালচৌধুরী এবং বিভিন্ন দূতাবাসের আধিকারিকরা। ছিলেন কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের আমন্ত্রিতরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *