আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ জানুয়ারি: মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ল জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মাঝে। আপ লাইনে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় আপ লাইনে ট্রেন চলাচল বুধবার সকাল থেকে বন্ধ থাকে। বিপাকে পড়েন ট্রেন যাত্রী ও রেল কর্তৃপক্ষ। বিকেলের পর ট্রেনের ইঞ্জিন সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন ডেঙ্গুয়াঝার চা বাগানের মাঝে রেললাইনের ১৭ নং গেটের সামনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। রেল সুত্রে জানা গিয়েছে, রানীনগরের দিক থেকে একটি মালগাড়ি আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল, সেই সময় ইঞ্জিনটি বিকল হয়ে যায়। শিয়ালদহ থেকে নিউ
আলিপুরদুয়ারগামী আপ পদাতিক এক্সপ্রেস আটকে পড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সকাল ১০টায় জলপাইগুড়ি রোড স্টেশনে আসার কথা থাকলেও নিউ জলপাইগুড়ি থেকে গৌহাটিগামী আপ লাইনে মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে থাকায় সেই লাইনে পদাতিক ট্রেনটি আসতে পারেনি। ফলে সকাল ১০টার ট্রেন জলপাইগুড়ি রোড স্টেশনে আসে দুপুর আড়াটে নাগাদ।
জলপাইগুড়ি রোড স্টেশন সুত্রে জানা যায়, নিউ জলপাইগুড়ি থেকে গৌহাটিগামী আপ লাইনে মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে থাকায় আপ লাইনের গাড়িগুলোকে ডাউন লাইন দিয়ে চালানো হয়। আর বিকল মালগাড়ির ইঞ্জিনটিকে পাশ্ববর্তী স্টেশনে নিতে যাওয়া হয়। বিকেলের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় আপ লাইনে দাবি রেল দফতরের।