আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ মার্চ: সম্পর্কে দাদাকে ছুরি দিয়ে নৃশংসভাবে খুন করার ঘটনায় ভাইকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত। শনিবার জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় এই সাজা ঘোষণা করেছেন বলে জানালেন সহকারি আইনজীবী শুভঙ্কর চন্দ।
৪ মার্চ ২০২১ সালের ঘটনা। ভক্তিনগর থানা এলাকার মধ্য শান্তিনগরের নতুন ব্রিজের কাছে চা খেতে এসেছিলেন শঙ্কর দাস৷ সেই সময় তার ভাই সুরেশ রায় শঙ্করকে পিছন থেকে ছুরি দিয়ে আক্রমণ করে। আশপাশের কয়েকজন ছুটে আসলেও কেউ আক্রমণ ঠেকাতে পারেনি৷ পর পর শরীরের ১৮টি জায়গায় ছুরির আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুরেশ। এতদিন মামলাটি জেলা আদালতে চলছিল। এদিন বিচারক দোষীর ফাঁসির সাজা ঘোষণা করেছেন। খুশি পরিবার ও এলাকাবাসীরা।
এদিন মৃতের পরিজন ও বন্ধুরা আদালতে এসেছিলেন। বন্ধুদের একাংশ দোষীর শাস্তি চেয়ে ব্যানার লিখে এনেছিল আদালতে। আদালত চত্বরে দাঁড়িয়ে ফাঁসির সাজা ঘোষণা হওয়ায় খুশি প্রকাশ করলেন মৃতের বন্ধুরা। সহকারি সরকারি আইনজীবী আরও বলেন, “মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই ধরণের ঘটনা খুব একটা শোনা যায় না। মৃত যুবক ও অভিযুক্ত যুবক সম্পর্কে মামাতো ও পিসাতো দাদা ও ভাই। দোষীর ফাঁসির সাজা ঘোষণা করেছেন বিচারক।”