Khukurdaha, Co operative Election, জগন্নাথপুর খুকুড়দহ সমবায় সমিতির সাধারণ নির্বাচন সম্পন্ন, ৪৮টির মধ্যে ৪৬টি আসন দখল বাম সংগঠনের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: কড়া নিরাপত্তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার জগন্নাথপুর খুকুড়দহ সমবায় সমিতির সাধারণ নির্বাচন সম্পন্ন হল রবিবার। জানা গিয়েছে, এদিন সমবায় সমিতির ৪৮টি আসনের মধ্যে ৪৬টি আসনে জয়লাভ করে বাম সংগঠন, এবং দুটি আসন দখল করে তৃণমূল।

দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতি দখল করে আছে বাম সংগঠন। এদিন জয়লাভের পর লাল আবীর মেখে উচ্ছ্বাসিত হয়ে পড়ে বাম সংগঠনের সদস্যরা। তবে এদিন বক্তব্য রাখতে গিয়ে বাম সংগঠনের এক সদস্য জানিয়েছেন, আর জি কর কাণ্ড সহ বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত শাসক দল। এটা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *