পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পুলিশের উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ব্লকের ৬৩টি দুর্গা পুজো কমিটির হাতে রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয় রবিবার।
এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী মানষ ভুঁইঞা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, সবং থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস, কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, বাদল বেরা, বাবলু মাইতি, জয়েন্ট ভিডিও সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকেরা।
প্রসঙ্গত এই বছর প্রত্যেকটি দুর্গাপুজো কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।