আমাদের ভারত, হাওড়া, ২৪ ডিসেম্বর: তৃণমূলের নেতাকর্মীরা যে টাকার গন্ধ পেয়েছে সেটা সামলাতে না পারায় দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর সেই কারণেই তৃণমূলের ঝাঁপ এখন বন্ধ হওয়ার সময় হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতায় আর নয় অন্যায় কমসূচিতে যোগ দিতে এসে এইভাবেই তৃণমূলকে একহাত নেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।
এদিন জয় বলেন, প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে যেভাবে হাজার হাজার তৃণমূল নেতা কর্মী বিজেপিতে যোগ দিচ্ছে এবং যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন আর দলটায় যেভাবে বিদ্রোহ দেখা দিয়েছে তাতে আমার মনে হয় এপ্রিল পর্যন্ত দলটা টিকবে না। জয় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, চোরকে চুরির পথ দেখিয়ে আরোও লোভী করে তোলা হয়েছে যেটা এখন আর লাগাম টানা যাচ্ছে না আর সেই কারণেই দলটার এখন এই অবস্থা। তিনি বলেন, ক্যানসারের ওষুধ বের হলেও লোভের ওষুধ বের না হওয়ায় এই রোগ সারানো যাচ্ছেনা।
এদিন জয় বলেন বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য খাঁটি সরষের তেল গায়ে মেখে প্রস্তুত হচ্ছিলাম কিন্তু যেভাবে তৃণমূলে ভাঙন ধরেছে তাতে মনে হয় ফাঁকা মাঠে গোল দিতে হবে। উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডা. নির্মল মাজিকে কটাক্ষ করে বলেন, আমি ওনাকে কোনওদিন মানুষের চিকিৎসা করতে দেখিনি তবে কুকুরের ডায়ালেসিস করেন শুনেছি। তবে ভালোই হবে কারণ সামনের বিধানসভা নির্বাচনে উনি তো আর জিততে পারবেন না তখন ওনাকে কুকুরের ডায়ালেসিস করতে হবে।