বালি চোর, কয়লা চোর, গরু চোর ভাইপো আবার ক্ষমতায় এলে কিডনি পাচার করে দেবে: শুভেন্দু

আমাদের ভারত, কাঁথি, ২৪ ডিসেম্বর: কাঁথিতে রোড শোয়ের শেষে জনসভা থেকে শুভেন্দু অধিকারী চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের একহাত নিলেন। কাঁথির সভামঞ্চ থেকে তিনি হুঙ্কার দিয়ে বলেন, “আমি নিশ্চিত আমার সিদ্ধান্ত ভুল নয়। আজ জনগণ তাতে সিলমোহর দিয়েছে।” তিনি আরো বলেন,”যেতে তোমাদের হবেই।” “পদ্ম ফুটিয়ে তবে ঘুমাতে যাব।” শুভেন্দু বলেন, “এই লড়াই গ্রামের সঙ্গে দক্ষিণ কলকাতার চার পাঁচটা নেতার লড়াই।” “এটা ট্রেলার দেখছেন। সিনেমাটা বাকি আছে।”

তিনি গতকাল কাঁথির ডরমেটরি মাঠে তৃণমূলের সভা থেকে ফিরহাদ হাকিম ও সৌগত রায়ের বক্তব্যের পাল্টা জবাব হিসেবে বলেন, “শুভেন্দু অধিকারীর কোনও ভোটে সৌগত রায়দের লাগেনি।” “শুভেন্দু অধিকারী তৃণমূলকে বহুবার বাঁচিয়েছে।” শুভেন্দু আরও বলেন, “বামেদের ঔদ্ধত্য ভেঙ্গে দিয়েছিল জনগণ।” “২০১১-র আগেও তৃণমূলকে এখানে দেখা যায়নি।” শুভেন্দু অধিকারী নাম না করে জোর গলায় অভিষেক ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, “বালি চোর, কয়লা চোর, গরু চোর ভাইপো। আবার ক্ষমতায় এলে কিডনি পাচার করে দেবে।” মমতার উদ্দেশ্যে তিনি বলেন, “মমতা ৭ তারিখ আসছেন ভাল।” “আমি ৮ তারিখ ভাষণ দিয়ে সব উত্তর দিয়ে দেব।”

শুভেন্দু দৃঢ়তার সঙ্গে বলেন, “অমিত শাহ বলেছেন ২০০ পার করে দেবেন।” “আমি আর দিলীপ ঘোষ মেদিনীপুরে ৩৫টা জেতাব।” সভা মঞ্চ থেকে শুভেন্দু পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “আগে পুলিশ দলদাস ছিল। এখন পুলিশ ক্রীতদাস হয়ে গিয়েছে।” কাঁথির আজকের সভা মঞ্চেও বেশ কয়েকজন তৃণমূল নেতা ও পদাধিকারী বিজেপিতে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *