আমাদের ভারত, ৭ আগস্ট: বাংলাদেশের হিন্দু নির্যাতনের অভিযোগ নিয়ে বুধবার এক্স-বার্তায় মন্তব্য করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এক দিদি গেছেন আরএক দিদি হয়তো সেই পথেই হাঁটছেন।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমরা যদি বাংলাদেশের গত ৫০ বা ৬০ বছরের ইতিহাসের দিকে তাকাই, দেখতে পাব যে যখনই কোনো বিষয়ে আন্দোলন হয়েছে, সংখ্যালঘু বাঙালি হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। এখনও সেখানে হিন্দুরা খুবই ভীত ও সন্ত্রস্ত। আমরা আশা করি যে হিন্দুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, যাঁদের পূর্বপুরুষরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁরা তাদের পৈতৃক বাড়িতে মর্যাদা ও সম্মানের সাথে বাস করতে পারবেন। এটি নিশ্চিত করার দায়িত্ব সেখানকার সরকারের।”
এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, আমার ধারণা বাংলাদেশে যারা পার্লামেন্ট হাউস এবং প্রধানমন্ত্রীর বাড়িতে লুটপাট করেছে তারা সমাজবিরোধী। তা না হলে কি করে তারা প্রধানমন্ত্রীর বাড়িতে লুটপাট করতে পারে। এই ধরনের লোকেরাই আনাদের এখানে এখানে সিএএ পাশ হওয়ার পর দোকানপাট লুটপাট করেছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই যারা এদেশে ঢুকেছিল, তারা একুশের নির্বাচনে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙ্গচুর করেছিল, মারধর করেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল এবং মহিলাদের অত্যাচার করেছিল। এরা এখন টিএমসি পার্টি–কেই দখল করে নিয়েছে। মমতা ব্যানার্জি ভাবছেন এরা আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, হিন্দুদের পক্ষে কথা বলছেন না। কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন, সেদিন আগে ওনার ঘাড় মটকাবে। এক দিদি গেছেন, আর এক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎ কে যেন টিএমসি দেখে রাখে, কোন দিকে নিয়ে যাচ্ছে। এই আগুন থেকে কেউ বাঁচবে না।