Israel, Iran, ইরানের মাটির নিচে লুকিয়ে রাখা পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল, রিপোর্ট প্রকাশ্যে আসতেই হৈচৈ বিশ্বজুড়ে

আমাদের ভারত, ১৭ জুন: ইরানের মোক্ষম জায়গাতেই আঘাত করেছে ইজরায়েল বলে জানা যাচ্ছে। ইরানের মাটির নিচে যে পরমাণু শক্তি কেন্দ্র রয়েছে সেখানে আঘাত করেছে ইজরায়েল। মাটির নিচে ইরানের লুকানো সেনা ঘাঁটি এবং পরমাণু শক্তি কেন্দ্র ছিল। সেখানেই আঘাত হেনেছে ইজরায়েলি সেনা। ফলে ইরানে সেনাঘাঁটি থেকে পরমাণু কেন্দ্র প্রায় সব জায়গাতেই ধোঁয়া উড়তে শুরু করে। স্যাটেলাইট ইমেজে এমনই ছবি ধরা পড়তে প্রমাদ গুনতে শুরু করেছে গোটা বিশ্ব।

ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কেন্দ্র আঘাতের পর ইজরায়েল যে কোনো ভাবেই তেহরানকে রেয়াত করবে না তা স্পষ্ট হয়ে গিয়েছিল। মোসাদের কেন্দ্রে আঘাতের পর পরই ইরানের মাটির নিচে লুকানো পরমাণু শক্তি কেন্দ্রে চরম আঘাত করে ইজরায়েল। স্যাটেলাইট ইমেজের ছবি প্রকাশ্যে আসার পরেই পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়তে শুরু করে।

যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে, ইরানের মাটির নিচে যে ইউরেনিয়ামের সম্ভার রয়েছে সেখানেই আঘাত করেছে ইজরায়েল। নিউক্লিয়ার ওয়াচ ডগের তরফে ইজরায়েলের ওই দাবিতে কার্যত মান্যতা দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।ইজরায়েল কি সিরাজ মিসাইলের মাধ্যমে ইরানের পরমাণু শক্তি কেন্দ্রে আঘাত করেছে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে চারিদিকে।

রাষ্ট্রসঙ্ঘের নিউক্লিয়ার ওয়াচ ডগের তরফে ইরানের পরমাণু কেন্দ্রে আঘাতের খবরকে মান্যতা দেওয়ার পরই শোরগোল শুরু হয়েছে। জানা যাচ্ছে, ইরান ইজরায়েলের দিকে যতগুলি মিসাইল ছুড়েছে তার বেশিরভাগ আটকে দিয়েছে ইজরায়েল সেনা। ফলে সব মিলিয়ে উত্তেজনা যেভাবে বাড়ছে তার জেরে তেহেরানে আবার নতুন করে ইজরায়েল হামলা চালাতে পারে বলে মনে করছেন অনেকেই।

বহু বিদেশি তেহরান ছাড়তে শুরু করেছেন। যাদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়। ইতিমধ্যেই বহু ভারতীয় পড়ুয়া ইরান থেকে আর্মেনিয়ায় প্রবেশ করেছেন। সেখান থেকে তারা দেশে ফেরার পরিকল্পনা করছেন। আর্মেনিয়া হয়ে যে ভারতীয়রা ইরান ছাড়ছেন তাদের যাতে নিরাপত্তায় কোনো ঘাটতি না হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ করেছেন বিদেশ মন্ত্রী। তিনি এই বিষয়ে কথা বলেছেন আর্মেনিয়ার বিদেশ মন্ত্রীর সঙ্গেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *