আমাদের ভারত, ২৪ জুন: “পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র নেই? কে কোন দল করবেন তা তৃণমূলের কার্যকর্তারা ঠিক কেন করে দেবেন? পুলিশ প্রশাসনের মুখে তালা এবং হাত বাঁধা। এই অবস্থায় এদের বিচার কে করবেন?”
সোমবার এই অভিযোগ ও প্রশ্ন তুললেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। বারাবনীতে আক্রান্ত বিজেপি কার্যকর্তার বাড়িতে গিয়ে তিনি বলেন, “আজ এক দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হলাম। বারাবনীতে আমাদের এক কার্যকর্তা খোকন মহারাজ ও তাঁর স্ত্রীর সাথে কথা বললাম। গত ৪ তারিখে নির্বাচনের ফলপ্রকাশের পর ৫ তারিখ তৃণমূলের পোষা হার্মাদ শিবেন ঘাঁটি ও তার সঙ্গী সাথীরা খোকন ও তাঁর স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার চালায়। কারণ খোকনবাবু বিজেপি করেন।”
অগ্নিমিত্রা পাল বলেন, “আমি আইনশৃঙ্খলা নিয়ে স্থানীয় থানার ওসি-র সঙ্গে আগেই কথা বলেছিলাম। তারপর বার বার কেন এরকম হচ্ছে? কেন উনি এই পরিস্থিতি রুখতে পারছেন না? ভারত গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ, যে কোনও দলের রাজনীতি করতে পারেন। কেউ তো দিব্যি দেয়নি কাউকে টিএমসি করতে হবে।
খোকনবাবুর বাড়ির আর কেউ বিজেপি করেন না। ছোট বাচ্চা নিয়ে সংসার করেন। তাঁকে এভাবে মারার অধিকার কে, কাকে দিল? কেবলই কি বারাবনী? সারা রাজ্যে এ জিনিস হচ্ছে। কেবল আমাদের ভাইরা নয়, বোনেরাও আক্রান্ত হচ্ছে। মমতা ব্যানার্জি নিশ্চয়ই জানেন কি হচ্ছে চারিদিকে? কেন এরকম হবে? সারা ভারতে লোকসভা ভোট হল, কোথাও টুঁ শব্দটি হল না। আর পশ্চিমবঙ্গে মানুষকে মারা, খুন করা, শ্লীলতাহানি এসব চলবে?”