পার্থ খাঁড়া, ঘাটাল, ২১ সেপ্টেম্বর: ঘাটালে বন্যাপরিস্থিতি ঘুরে দেখলেন সেচ ও জলপথ মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। তিনি মাস্টার প্ল্যান সম্বন্ধে বলেন, ‘রাজ্য সরকার নিজেদের উদ্যোগেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ খুব শীঘ্রই শুরু করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা দিয়েছেন সেই কথা তিনি রাখবেন।’
শুক্রবার বিকেলে ঘাটালে আসেন মানস ভুঁইয়া। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূলের মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি যথাক্রমে সুজয় হাজরা ও আশিস হুদাইত। তাঁরা নৌকায় করে ত্রাণ বিলি করতে যান। সেখান থেকে ফিরে মহকুমা শাসকের কার্যালয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন।
ঘাটাল মহকুমায় রূপনারায়ণ নদের অবস্থা ভালো নয়। শুক্রবারও জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বাঁধের ধারে প্রচুর গর্ত হয়েছে, সেই গর্ত দিয়ে নদের জল নেমে আসছে। স্থানীয়দের অভিযোগ, সেচদপ্তর সেই গর্তগুলি মেরামত করছে না। স্থানীয় প্রশাসন মাটি নেই বলে এড়িয়ে যাচ্ছে। তাই বৃহস্পতিবার রাতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে ওই বাঁধ সারাইয়ের কাজে হাত লাগান। মন্ত্রী বলেন, ‘এ ধরনের অভিযোগ থাকার কথা নয়। সেচদপ্তরের পক্ষ থেকে সর্বক্ষণ বাঁধ তদারক করা হচ্ছে।’ বন্যার জল কমলেই ভেঙ্গে যাওয়া বাঁধগুলি সংস্কার করার দাবিও মন্ত্রীর কাছে রাখা হয়।
এদিকে ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রত্যেকটি নদ-নদী থেকেই জল কমতে শুরু করেছে। যে সমস্ত এলাকা কয়েক দিন ধরে প্লাবিত, সেইসব এলাকার মানুষদের পানীয় জল নিয়ে প্রচুর ক্ষোভ রয়েছে। তাঁদের অভিযোগ, প্রশাসন থেকে পর্যাপ্ত পানীয় জল পাওয়া যাচ্ছে না। যদিও প্রশাসন থেকে জানানো হয়েছে, পানীয় জলের কোনও সমস্যা নেই। প্রত্যেকটি এলাকায় পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। মেডিক্যাল ক্যাম্পও করা হচ্ছে।