আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ ডিসেম্বর: ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি চক্রবর্তীকে মেরে মাথা ফাটিয়ে দিল নেশাগ্রস্ত এক যুবক। অভিযুক্ত যুবকের নাম শুভঙ্কর সরকার। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সরকার বাগান এলাকায়।
ব্যারাকপুর পৌর এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর সরকার ও তার স্ত্রী বন্দনা সরকার। অভিযোগ, এই বৃদ্ধ দম্পতিকে নেশার টাকা চেয়ে রোজ মারধর করে তাদের ছেলে শুভঙ্কর সরকার। নিত্যদিন একই ঘটনার সাক্ষী হন এলাকার বাসিন্দারা। গত রাতেও একই ঘটনা ঘটে। বৃদ্ধ দম্পতিকে মারধর করে তাদের ছেলে। সেই সময় ওই ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী শুভঙ্কর সরকারকে বাধা দিতে গেলে কাউন্সিলরকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে কাউন্সিলরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মাথায় স্টিচ করে ছেড়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।