Dilip Ghosh, Bengali culture, বাঙালি সংস্কৃতিকে সংরক্ষণ ও লালন করার আর্জি দিলীপ ঘোষের

আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: “বাঙালি হিসেবে, বাঙালি সংস্কৃতিকে সংরক্ষণ ও লালন করার জন্য গর্ববোধ করুন।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

তিনি লেখেন, “বাংলা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষা। তবু, পশ্চিমবঙ্গ থেকেই ম্লান হয়ে যাচ্ছে। বিয়েতে হিন্দি গানের প্রাধান্য। এমনকি বাংলা টেলিভিশন সিরিয়ালেও এখন হিন্দি গান দেখানো হয়।

শ্রদ্ধা জানানোর সংস্কৃতি (প্রণাম) বাঙালিরা ভুলে যাচ্ছে। আজকের প্রজন্ম প্রণামের অর্থ খুব কমই বোঝে, অভ্যাস করা যাক। যদি তারা এই মূল্যবোধগুলি উপলব্ধি না করে তারা কীভাবে তাদের পিতামাতাকে সম্মান করবে? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া ভালো, কিন্তু ডাল আর চচ্চড়ি থালায় রাখতে ভুলবেন না। আপনার শিকড় থেকে দৃষ্টি হারাবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *