karate, Bankura, বাঁকুড়ায় আন্তর্জাতিক ক‍্যরাটে প্রতিযোগিতা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ ডিসেম্বর: ইন্দো নেপাল আন্তর্জাতিক ক‍্যরাটে প্রতিযোগিতার আসর বসেছে বাঁকুড়া ধর্মশালার রাধা ভবনে। ব্ল্যাক বেল্ট অ্যাকশন মার্শাল আর্টস অ্যাকাডেমির তত্ত্বাবধানে এবং বাঁকুড়া ধর্মশালা চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় দুই দিনের ১২তম ওপেন ন্যাশনাল এবং ২য় ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট তাইকোন্ডা এবং ক‍্যরাটে চ্যাম্পিয়নশিপ- এ নেপাল সহ মণিপুর, মেঘালয়, নাগাল‍্যান্ড প্রভৃতি রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন।

আজ সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া ধর্মশালা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক কমল বাজোরিয়া, ওয়েস্ট বেঙ্গল টেরিটোরিয়াল মারোয়ারি কনফারেন্সের বাঁকুড়া শাখার সভাপতি নরেন্দ্র শর্মা, নেপালের গ্র্যান্ড মাস্টার অভিষেক সিং, সাধারণ সম্পাদক বিনোদ কুমার প্রমুখ। ঝাড়খণ্ড থেকে রবিশঙ্করজি, মণিপুরের পি. অ্যালেন মাইটি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক সুশান্ত ব্যানার্জি বলেন, ১২তম ওপেন ন্যাশনাল এবং ২য় ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে বাঁকুড়া শহরে। এই প্রতিযোগিতায় নেপাল, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অসম, হরিয়ানা, ঝাড়খণ্ড, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ সহ ৮টি রাজ্যর ৫৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। মহিলা ও পুরুষ বিভাগে চারটি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিটি বিভাগ থেকে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি নরেন্দ্র শর্মা বলেন, বর্তমান সময়ে খেলাধুলার পাশাপাশি আত্মরক্ষামূলক খেলা শেখা জরুরি। মার্শাল আর্ট- এর মতো খেলার একটি আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা বাঁকুড়া শহরে আয়োজন করা হয়েছে। এটা খুব খুশির খবর।

অনুষ্ঠানে কমল বাজোরিয়া বলেন, নারীদের জন্য ক‍্যরাটের মতো আত্মরক্ষামূলক খেলা শেখা খুবই জরুরি। বর্তমানে নারীরাও মার্শাল আর্টের মতো খেলাধুলায় সক্রিয় অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *