আমাদের ভারত, ২৭ জানুয়ারি:করোনার কারণে দেশের অর্থনীতি বড়সড় ধাক্কা খেলেও সেটা এবছরেই ঘুরে দাঁড়াবে। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আইএমএফ এর মতে ২০২১ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে ১১.৫%, যা চিনকেও পেছনে ফেলে দেবে।
অতিমারীর কারণে বিশ্বের বড় অর্থনৈতিক দেশগুলির মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধি হবে ডবল ডিজিটে। মঙ্গলবারে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেটে এই বক্তব্য প্রকাশ করেছে আইএমএফ। করোনার ধাক্কা সামলে এবছর আর্থিক উন্নতিতে চিনকেও পেছনে ফেলে দেবে ভারত বলে ভবিষ্যৎবাণী করেছে আইএমএফ।
সংস্থার দাবি ২০২১ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হবে ১১.৫ শতাংশ, সেখানে চিনের আর্থিক বৃদ্ধির হার দাঁড়িয়ে যাবে ৮.১ শতাংশে। এর পরেই থাকবে স্পেন ও ফ্রান্স।
২০২০-তে ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে একেবারেই ভিন্ন ভবিষ্যৎবাণী করেছিল আইএমএফ। সংস্থার তরফে বলা হয়েছিল ভারতের আর্থিক বৃদ্ধি ৮ শতাংশ কমে যাবে। বিশ্বে একমাত্র চিনের আর্থিক বৃদ্ধি হবে ২.৩%। সেই সময় আরও বলা হয়েছিল ২০২২ সালে ভারতের আর্থিক বৃদ্ধি হবে ৬.৮% ও চিনের ক্ষেত্রে তা হবে ৫.৬ শতাংশ।
কিন্তু চলতি মাসের প্রথমদিকে আইএমএফের ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা মন্তব্য করেছিলেন, অতিমারীর সময় দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে অত্যন্ত কড়া ও ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশ্বে বৃহৎ জনসংখ্যার দেশ হলেও একেবারে নাটকীয় ভাবে লকডাউন ঘোষণা করেছিল ভারত। ফলে করোনা সংক্রমণ থেকে বেঁচেছেন বহু মানুষ। করোনার সময় কেন্দ্রীয় সরকারের নেওয়া সিদ্ধান্ত তথা অর্থনীতিকে টেনে তুলতে সরকারের নেওয়া একাধিক সিদ্ধান্ত ভালো কাজ দিয়েছে বলে মত আই এম এফের। ভালো ভাবে দেখলে করোনার আগে ভারত যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় রয়েছে বলে মনে করছে সংস্থা।