করোনা প্যানডেমিক আটকানোর ক্ষমতা ভারতের আছে, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র

আমাদের ভারত, ২৪ মার্চ:শেষ খবর পাওয়া পর্যন্ত সারা বিশ্বে করোনা সংক্রমণের মৃতের সংখ্যা ১৬ হাজার ৫৭৮। আর এই কঠিন পরিস্থিতিতেও করোনা প্রতিরোধে ভারতের উদ্যোগের প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

সোমবার জেনেভায় করোনা প্যানডেমিক সংক্রান্ত এক সাংবাদিক বৈঠকে হু এর এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ান বলেন, পোলিও, স্মলপক্সের মতো রোগকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার পেছনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে ভারত। ভারতের অনেক ক্ষমতা রয়েছে। ভারতের মতো দেশগুলি পারবে বিশ্বকে দেখিয়ে দিতে কীভাবে মোকাবিলা করা যায় এই সংকটের। সময় এসেছে ভারতের মতো দেশগুলির আবার অগ্রণী ভূমিকা নেওয়ার।”

অন্যদিকে হু এর ডিরেক্টর জেনারেল ডক্টর তেদরোস আদহানম ঘেবরেইসাস বলেন, করোনাভাইরাস প্যানডেমিক দ্রুত গতিতে বাড়ছে। কিন্তু এর গতি রোধ করা সম্ভব। অসহায় ভাবে দাঁড়িয়ে এর ধ্বংসলীলা দেখলে হবে না।

মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারতে করণা আক্রান্তের সংখ্যা ৫১৯। মৃতের সংখ্যা ১০। করোনা ছড়িয়ে-পড়া আটকাতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে লকডাউন। কোথাও কোথাও কারফিউ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *