আমাদের ভারত, ৬ জুলাই: শ্যামা প্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তথাগতবাবু এক এক্স-বার্তায় লেখেন, “আজ, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে আমাদের অবশ্যই একটি সত্যের মুখোমুখি হতে হবে যে ভারতে হিন্দু-মুসলিম ঐক্য শুধুই বিশ্বাস, কখনোই ছিল না এবং থাকবে না। তা না হলে পূর্ববঙ্গে কোনো বিভাজন হতো না এবং হিন্দুবিরোধী কোনো হত্যাকাণ্ড ঘটতো না, ১ কোটি হিন্দুকে তাড়িয়ে দিত না।
আমরা সর্বোত্তম যেটি আশা করতে পারি তা হল শান্তিপূর্ণ সহাবস্থান। আর তার জন্য ভারতের প্রয়োজন একটি অপ্রতিরোধ্য হিন্দু সংখ্যাগরিষ্ঠতা। কারণ হিন্দুরা খুব সহজেই অন্যান্য ধর্মের সাথে সহাবস্থান করতে পারে, কিন্তু মুসলমানরা তাঁদের ধর্ম অনুসারে তাঁদের সাথে যুদ্ধ করতে (জিহাদ) এবং তাঁদের (তাবলীগ) ধর্মান্তরিত করতে বাধ্য।
এছাড়াও ‘প্রচারের জন্য’ বাক্যাংশটি সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২৫ নম্বর ধারা থেকে অবশ্যই মুছে ফেলতে হবে। ডঃ মুখার্জি দীর্ঘজীবী হোন।”