আমাদের ভারত, ৬ জুলাই: শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের উন্নয়নের বিভিন্ন খণ্ডচিত্র ও শ্যামা প্রসাদের ঐতিহাসিক কিছু ছবির কোলাজে তৈরি ভিডিও-সহ শনিবার প্রধানমন্ত্রী এক্স-বার্তায় লিখেছেন, “ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় তাঁর বলিষ্ঠ জাতীয়তাবাদী চিন্তাধারা দিয়ে ভারত মাতাকে গর্বিত করেছিলেন, তাঁর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। মাতৃভূমির জন্য তাঁর সমর্পণ ও আত্মত্যাগ দেশবাসীকে সবসময় অনুপ্রাণিত করবে।”
প্রসঙ্গত, শুরুতে ড: মুখার্জি ভারত বিভাজনের তীব্র বিরোধী ছিলেন। ১১ ফেব্রুয়ারি ১৯৪১ সালে তিনি বলেন, মুসলিমরা যদি ভারতবর্ষের বিভাজন চায় তবে ভারতের সকল মুসলিমদের উচিত তাদের তল্পিতল্পা গুটিয়ে পাকিস্তান চলে যাওয়া। পরবর্তীকালীন সময়ে লর্ড মাউন্ট ব্যাটেন- এর বাড়িতে ভারত বিভাজন ও বাংলা বিভাজন নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম ও হিন্দু জেলা প্রতিনিধিদের নিয়ে দুটি আলাদা সভা হবে এবং সবার মতামত নেওয়া হবে। একটি সভার ফলাফলও যদি বাংলা ভাগের পক্ষে যায়, তবে বাংলা ভাগ হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠর সভায় বাংলা বিভাজনের বিপক্ষে বেশি ভোট পড়ে। কিন্তু হিন্দু সংখ্যা গরিষ্ঠদের সভায় বাংলা বিভাজনের পক্ষে ভোট পড়ে। ড: মুখার্জি এখানে বড়সড় ভূমিকা পালন করেন।