পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: সবুজায়নের লক্ষ্যে বাংলা এগিয়ে চলছে বলে জানালেন বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। তিনি বলেন, রাজ্যের প্রতিটি ব্লক, প্রতিটি গ্রাম সংসদ এলাকায় গাছ লাগানোর উপর জোর দেওয়া হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে বাংলার ঘরে ঘরে কোটি কোটি চারা গাছ পৌঁছে দিয়েছেন। সেসব গাছ এখন বড় গাছে পরিণত হয়েছে। সমাজের সকল স্তরের মানুষের কাছে তিনি অরণ্য সপ্তাহে অন্তত একটি বা দুটি করে নতুন গাছ লাগানোর আবেদন জানান।
“গাছ লাগান, প্রাণ বাঁচান,” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার শালবনীর মৌপালে বন দপ্তরের সহযোগিতায় জেলা স্তরের বন মহোৎসব ২০২৪- এর উদ্বোধন করলেন এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “সবুজ শ্রী ‘ প্রকল্পের মাধ্যমে শিশুদের হাতে গাছের চারা বিতরণ করলেন বনমন্ত্রী বিরবাহা হাঁসদা, সাংসদ কালীপদ সরেন, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সহ জেলা পরিষদের মৎস্য কর্মাধক্ষ্য জ্যোতিপ্রসাদ মাহাত।