পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: আমাদের এই সুন্দর পৃথিবীকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শুক্রবার মেদিনীপুর পুলিশ লাইনে বন মহোৎসব সপ্তাহ পালিত হয়। এই উপলক্ষে সবুজায়নের লক্ষ্যে সারা পুলিশ লাইনজুড়ে বিভিন্ন প্রজাতির প্রায় হাজার খানেক চারা গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়।
আজ পুলিশ লাইনের ভেতরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রাঙ্গণে আম চারা লাগিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পুলিশ সুপার তথা ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ধৃতিমান সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠান শেষে উপস্থিত কচি -কাঁচাদের মিষ্টি মুখ করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরআই সুদীপ্ত কুমার নন্দী, সংগঠনের পক্ষ থেকে শ্যামল চক্রবর্তি, সোমনাথ সুকুল, সুলেখা ব্যানার্জি, অঞ্জনা পাঞ্জা সুরাল, আলতাফ আলী শা, সেখ আফসার আলী, বিকাশ থাপা সহ অন্যান্য বিশিষ্টরা।