সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়ে উল্লসিত বিজেপি। এদিন বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয় থেকে বাজি, পটকা নিয়ে বিজয় মিছিল বের হয়। এদিন দুপুরে বিজেপি কার্যালয়ের সামনে উৎফুল্ল কর্মী সমর্থকরা জড়ো হন। জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল, বিধায়ক নিলাদ্রী দানা সকল কর্মী সমর্থকদের অভিনন্দন জানান। শুরু হয়ে যায় আবির খেলা, বাজি ও পটকা ফাটানো। সেখান থেকে মিছিল করে স্টেশন মোড়ে হাজির হন সকলে। সেখানে চলে মিষ্টি মুখ।
আজ সকালে ভোট গণনার শুরু থেকেই বিজেপির জয়ের সম্ভাবনা উজ্বল হতে শুরু করে। বেলা গড়াতেই পরিষ্কার হয়ে যায় দিল্লিতে আপ কে বিদায় করে বাজিমাত করেছে বিজেপি।তারপরেই শুরু হয়ে যায় আবির খেলা। বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা বলেন, দুর্নীতি গ্ৰস্থ আপ’কে দিল্লি থেকে বিদায় করেছে দিল্লিবাসী। এরজন্য দিল্লিবাসীদের অভিনন্দন।আগামীতে দেশজুড়ে বিজেপির জয়জয়কার সে সুনিশ্চিত তা দিল্লিবাসী ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, এই জয় নরেন্দ্র মোদীর জয়, ১৪০কোটি ভারতবাসীর জয়।